ইন্টার্নশিপ কী?

আমরা ইন্টার্নশিপ কথাটার সাথে কম বেশী অনেকেই পরিচিত। কিন্তু ইন্টার্নশিপ এর বিস্তারিত কাজের ধরন, ব্যাখ্যা, সুবিধা, অসুবিধা এসব বিষয়গুলো কি পুরোপুরি জানি? যারা ইতিমধ্যেই ইন্টার্নশিপ প্রোগ্রাম করেছে বা অভিজ্ঞতা আছে তাদের কাছে ব্যাপারটি পরিষ্কার। কিন্তু নতুনদের জন্য অনেকটা ধোয়াটে। চলুন এ বিষয়ে সংক্ষেপে আলোচনার মাধ্যমে একটু ধারনা দেবার চেষ্টা করি।

ধরুন আপনি একজন “এম বি এ’র ফাইনাল বর্ষের ছাত্র। আপনার পড়াশোনা শেষে নিশ্চয়ই আপনার স্টাডির সাথে রিলেটেড কোন জব এ ঢুকবেন ? সেজন্য আপনার কাজের সাথে সংশ্লিষ্ট যে কোম্পানিগুলো আছে তারা আপনাদের মতো বিভিন্ন ফ্রেশারদের বা নতুনদের কাজের এক্সপেরিয়েন্স অর্জন করার জন্য তাদের অফিসে একটি সুযোগ সৃস্টি করে দেয়। বিভিন্ন কোম্পানির এমপ্লয়াররা আপনার সাব্জেক্টগুলোর নির্ধারিত কিছু কাজে সংযুক্ত করে ইন্টার্নশিপ এর ব্যবস্থা করে দেয়। ফলে পড়াশোনার সাথে আপনার কাজের সেতুবন্ধন তৈরি করতে ইন্টার্নশিপ ব্যাপারটি কাজ করে। বিভিন্ন বিষয়ের উপর ইন্টার্নশিপ করা যায় যেমন ফাইন্যান্স, একাউন্টিং, কম্পিউটার সায়েন্স, বিবিএ, এমবিএ, ইংলিশ ইত্যাদি।

বিভিন্ন ইউনিভার্সিটিতে ইন্টার্শিপের মাধ্যমে ক্রেডিট এড হবার সিস্টেম থাকে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বিভিন্ন কোম্পানির সংযোগ থাকে। এছাড়াও ফ্রেশার যারা পাশ করে বেরিয়েছে বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা নিজেরা সেচ্ছায় বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ এর জন্য এপ্লাই করতে পারে। মূলত, তারা তাদের বিষয় নির্ভর কাজ করে ইন্টার্নশিপ এর মাধ্যমে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করে।